৫ ই আগস্ট ( মঙ্গলবার ) বাদ আসর উপজেলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করে , দেবিদ্বার রিয়াজুদ্দিন হাই স্কুল মাঠ হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লার ৪ আসনের দেবিদ্বারের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা সাইফুল ইসলাম শহীদ সহ হাজারো নেতা কর্মী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীগণ।
প্রধান অতিথি সাইফুল ইসলাম শহীদ তার বক্তব্যে বলেন, ২৪ শের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছে তাদেরকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আবু সায়িদ, মুগ্ধের মত হাজারো শহীদের রক্তের বিনিময়ে ২৪ শের গণঅভ্যুত্থানে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এটা কোন একক দল বা গোষ্ঠীর ব্যক্তিগত অর্জন নয়।
একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী এই জুলাই বিপ্লব আন্দোলনকে তাদের একক কৃতিত্ব বলে দাবি করে যাচ্ছেন। আমরা এই সমাবেশ থেকে তাদের বলতে চাই জুলাই আন্দোলন কোন একক দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয়, এটা, আওয়ামী দোসরদের কবল থেকে মুক্তির জন্য যে মানুষ বেকুল হয়ে পড়েছিল,এটা তাদের আন্দোলন।
জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামি যে ৭ দফা দাবি ঘোষণা করেছে, সে দাবি আদায়ের জন্য এদেশের তৌহিদি জনগণকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্বার আন্দোলন চালিয়ে যাবে। ইনশাল্লাহ।
এ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই প্রবাসী ভাই বোনদেরকে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে করতে হবে। সকল শহীদদের হত্যার বিচার করতে হবে। শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, আগামী দিনের বাংলাদেশে হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ । ন্যায় ও ইনসাফের একটি সোনার বাংলাদেশ।
ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য, বাংলাদেশ জামায়াতে ইসলামির পাশে থাকার আহ্বান জানাচ্ছি।