বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫।
চারদিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হবে ২১ মে এবং চলবে ২৪ মে পর্যন্ত। অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের ৮০টি দল, যেখানে থাকবে প্রায় ৫৫০ জন সাঁতারু, ১১০ জন টীম অফিসিয়াল এবং ১০০ জন মিট অফিসিয়াল।
প্রতিযোগিতায় সাঁতারে ১০০টি এবং ডাইভিংয়ে ৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা হবে পাঁচটি বয়সভিত্তিক গ্রুপে — অনূর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ এবং ১৮-২০ বছর বয়সী বালক-বালিকাদের মধ্যে।
মেডিকেলের মাধ্যমে সাঁতারুদের বয়স নির্ধারণ করা হবে। যাদের পূর্বে মেডিকেল হয়েছে, তাদের নতুন করে মেডিকেলের প্রয়োজন নেই।
বিজয়ীদের প্রদান করা হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। এছাড়াও দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি এবং সেরা বালক ও বালিকা সাঁতারুকে দেওয়া হবে সম্মাননা ট্রফি ও আর্থিক পুরস্কার।
প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি এবং মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান।
আর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
সাঁতারপ্রেমী দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে এই প্রতিযোগিতা উপভোগ করার জন্য। আয়োজকরা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।