ক্যাম্পাসে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্খিত ঘটনা এবং প্রশাসনের দায় এড়ানোর প্রবণতায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। ভর্তি আবেদন ফি কমানো, শিক্ষার্থীদের নিরাপত্তার নামে নানা প্রকার অপ্রয়োজনীয় বাধ্যবাধকতা আরোপ না করে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করার লক্ষ্যে আজ ৩১শে ডিসেম্বর (মঙ্গলবার) মূল ফটকের সামনে শিক্ষার্থীরা সমবেত হয় এবং প্রশাসনের সামনে ৯ দফা দাবি তুলে ধরে।
শিক্ষার্থীদের ৯ দফা দাবি:
১) ভর্তি আবেদন ফি ২০০ টাকা করতে হবে।
২) পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে।
৩) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে।
৪) বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন দুইটি হল নির্মাণ করতে হবে। এবং কটেজের শিক্ষার্থীদেরও হলের মেস এ অন্তর্ভুক্ত করতে হবে।
৫) ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে।
৬) অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে।
৭) অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে।
৮) প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনভিত্তিক করতে হবে।
৯) সম্প্রতি ঘটে যাওয়া গুপ্তহামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে এবং শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।