‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্তরের সাধারণ জনগন ও শিক্ষার্থীর আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রনেতা আব্দুল হাই শরিফুল ইসলাম, সানরেজা বসুনিয়া, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকার প্রমূখ।
‎এ সময় ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছেন।

‎দাবিগুলো হলেন ১. দুর্নীতিবাজ, ঘুষখোর শিক্ষা অফিসার প্রত্যাহার

‎২. ফুলবাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কুল-ফিডিং এর আওতায় আনতে হবে।

‎৩. স্কুল চলাকালীন সময় কোনো ধরনের কিন্ডারগার্ডেন ও প্রাইভেট টিউটর চলবে না।

‎৪. প্রত্যেক সরকারি স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরার আওতায় আনতে হবে।

‎৫. রাজনৈতিক মিছিল মিটিংয়ে কোনো সরকারি কর্মচারী ও কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবে না।

‎দ্রুত সময়ের মধ্যে ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে দ্রুত প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।
‎পরে দুপর একটায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্বারক লিপি দেন।

‎এ ব্যাপারে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা রায়ের কাছে নুর মোহাম্মদ নামের শিক্ষা কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমাদের উপজেলা যোগদান করার কথার বিষয়ে জানি। তবে তিনি দুর্নীতিবাজ ও ঘুষখোর কি না আমরা ব্যাপারে অবগত নয়।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, ফুলবাড়ীতে শিক্ষাকর্তা যোগদান না করার বিষয়ে শিক্ষার্থীরা একটি স্বারক লিপি দিয়েছেন। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে।