মঙ্গলবার (২২ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম এর সাথে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্বপন কুমার সাহা, ১নং যুগ্ন আহব্বায়ক বিষ্ণু চন্দ্র সেন, সদস্য অমল চন্দ্র রায়, গোপাল চন্দ্র রায়, নন্দন চন্দ্র সেন মিঠুন সহ জেলা কমিটির আরো অনেক নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্বপন কুমার সাহা জানায় যে, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন পূজা অর্চনা সহ ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান সঠিকভাবে পালিত করাই তাদের মুখ্য উদ্দেশ্যে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম এই বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের সাংগাঠনিক কার্যক্রম সুষ্ঠু ভাবে পালন করতে সার্বিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।