‎বরিশাল হিজলা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ আগস্ট বিকেল ৪টায় হিজলার বিভিন্ন হাট ও বাজার ও জনবহুল এলাকায় লিফলেট ও তারেক জিয়ার সালাম পৌঁছে দেন মাইনুদ্দিন বেপারীর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত কর্মসূচির অর্থায়নে ও ছিলেন বিএনপির নিবেদিত কর্মি মাইনুদ্দিন বেপারী।
‎এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক মাঝি, বরিশাল উত্তর জেলা জিয়া শিশু কিশোর মেলার সহ-সভাপতি মো. হাবিবউল্লাহ প্যাদা, মাওলানা নুরুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি (গুয়াবাড়িয়া ইউনিয়ন) মোহাম্মদ রোকনুজ্জামান খান উজ্জ্বল, তৌহিদুর রহমান (বাবু), মো. ফরহাদ প্যাদা, আ. রহমান, মো. আরিফ বেপারী, মো. মহিউদ্দিন বেপারী, রাকিব শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
‎লিফলেট বিতরণের সময় বক্তারা বলেন— রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের দেওয়া ৩১ দফা অত্যন্ত যুগোপযোগী এবং দেশের চলমান সংকট উত্তরণের একমাত্র পথ। তারা উল্লেখ করেন, “বিগত স্বৈরাচার ও বর্তমান সরকারের শাসনামলে দেশে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে। রাষ্ট্রের মৌলিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। তাই একটি সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি জনগণের ভোটের মাধ্যমে জয়ী হলে দেশ ও জাতির উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হবে।”
‎নিজস্ব বক্তব্যে মোহাম্মদ মাইনুদ্দিন বেপারী বলেন, “আওয়ামী সরকারের সময়ে আমরা হামলা-মামলা, জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু এসব প্রতিকূলতার মাঝেও বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকেছেন। ৫ আগস্টের পর থেকে নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের মধ্যে ত্রাণ ও সহায়তা বিতরণ করেছি, কিন্তু বিনিময়ে কারো কাছে কোনো প্রতিদান চাইনি। এখন হিজলা বাসীর কাছে একটাই চাওয়া— বিএনপিকে ভোট দিয়ে জয়ী করা।”
‎তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে রাষ্ট্র কাঠামো মেরামত হবে এবং দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”
‎গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলাকালে স্থানীয় এলাকাবাসীর মাঝে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ মনে করেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখা হিজলা উপজেলাসহ সারাদেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।