কিশোরগঞ্জে আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহজাহান লস্করের মরদেহ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতার নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি কিশোরগঞ্জ পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান লস্করের বাসায় তার মরদেহ দেখতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, মো. শাহজাহান লস্কর (৭২) কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল মামুন তার মরদেহ দেখতে যান এবং এ সময় সদর থানা পুলিশের একটি দল বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।