বৃহস্পতিবার (০৭ আগষ্ট) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রনি সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদুল কাবির, প্রোপ্রাইটর, নাগেশ্বরী সেন্টাল ক্লিনিক। এছাড়া নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, নেওয়াশী মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং জাগরণী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ রনি সরকার বলেন- "আমরা এই উদ্যোগের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে চাই।" শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রক্ত পরীক্ষা করছেন এবং সংগঠনের সদস্যরা অতিথিদের সঙ্গে নিয়ে গাছ লাগিয়েছেন। সকলের সহযোগিতায় কর্মসূচি সফলভাবে শেষ হয়। সংগঠন আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।