নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ১ কিলোমিটার দক্ষিণে আমপুর বটতলী ব্রীজ এলাকায় ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম  (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার(১৭ আগষ্ট) দুপুর ১২.১৫ টায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মনিরুল ইসলাম  বগুড়া দুপচাচিয়া উপজেলার মতিন হোসেনের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,নিহত মনিরুল বগুড়ার দুপচাচিয়া এলকায় বাড়ী হলেও  আত্রাই উপজেলার আমপুর নানা মেহের আলীর বাড়িতেই বসবাস করতেন।এলাকা বাসী ও পরিবার সূত্রে আরো জানা যায়, সে একজন মানসিক রোগী।মাথার সমস্যার কারনে রেললাইন পার হতে  
 ট্রেনে কাটা পড়ে মারা যায়। 

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো.ওহিদুল ইসলাম বলেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম  থেকে ঢাকা যাচ্ছিল। এসময় মনিরুল নামের সেই যুবক রেললাইন পার হওয়ার সময় ট্রেন দূর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দক্ষিণে  আসলে মনিরুল ইসলাম  নামে ওই যুবক অসাবধানতাবসত রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন আসলেও স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি কোন কর্নপাত করেননি। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে মারা যান তিনি। মরদহে উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু দায়ের করার প্রক্রিয়া চলছে।