কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হাটাস গ্রামের বৃদ্ধা নেহারা বেগম, স্বামী কুদ্দুস মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, দুই ছেলে প্রবাসে থাকে। পরিবারে আর কেউ না থাকায় সবকিছু নিজেকেই সামলাতে হয়। কিছুদিন আগে খবর পান তার একমাত্র ফসলী জমির পাশে ড্রেজার বসিয়ে মাটি কেটে নিচ্ছে মাহাবুব ও তাফুল নামের মাটি ব্যাবসায়ীর একটি চক্র। খবর পেয়ে নিজের ফসলী জমির কাছে গিয়ে দেখেন সর্বনাশা ড্রেজার মেশিন জমির বুক চিরে মাটি তুলে নিয়ে বিশাল পুকুরে পরিনত করেছে। এই দৃশ্য দেখে মাটি তুলতে বাঁধা দেয়ার চেষ্টা করে বৃদ্ধা নেহারা বেগম। তার বাঁধায় তোয়াক্কা না করে উল্টো তাকে জমির কাছে গেলে মারধরের হুমকি দেয় ড্রেজার ব্যবসায়ীরা। নিরীহ মানুষ ভয়ে
বাড়ী চলে আসেন। তবুও নিজের সম্বল জমিটুকু রক্ষার জন্য গত (১৩ই মে) মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগ দেয়ার পরেও কোন সুরাহা না পেয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন নেহারা বেগম।
এভাবেই নিজের কৃষি জমি রক্ষার চেষ্টার কথা সাংবাদিকদের কাছে বর্ননা করেন বৃদ্ধা নেহারা বেগম। তিনি আরো জানান, অভিযোগ দেয়ার পরে ৫দিন অতিবাহিত হলেও এখনো প্রশাসনের কার্যকর কোন ব্যাবস্থা চোখে পড়ে নি। আমি কি নিজের জমিটা রক্ষা করতে পারবো না। আমার ছেলেরা দেশের জন্য রেমিট্যান্স পাঠায়, আর দেশে আমার একটা জমি রক্ষা করতে পারছি না। এটাই কি তাহলে প্রতিদান।
জানা যায়, উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া গ্রামের মাহাবুব মিয়ার কাছ থেকে জমি কিনে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন শুরু করে পূর্ব ধইর গ্রামের তাফুল মিয়াসহ তার লোকজন। এলাকায় অনেকে তাদেরকে ড্রেজারে মাটি কাটায় বাঁধা দিলেও কোন তোয়াক্কা করছে না তাফুল গংরা। ড্রেজার ব্যবসায়ী তাফুল মিয়া বলেন, ড্রেজার একটু একটু চলে, বেশি চালাইতে পারি না। কৃষি জমিতে ড্রেজার চালানো অবৈধ তাহলে কিভাবে চালাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, কিছুদিন আগে সব ভেঙে দিয়েছে, পরে আবার ঠিকঠাক করছি।
বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, নেহেরা বেগম অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে ড্রেজার বন্ধ করা হয়েছে। ড্রেজার ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়ার সুযোগ নেই।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, সেখানে একবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এখন আবার ওই ইউনিয়নের তহসিলদারকে বলেছি বিষয়টি দেখে আমাকে রিপোর্ট দেয়ার জন্য।