আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাংলাদেশ কৃষক দল বড়দল ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ৩০জুন সোমবার বিকালে ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক নির্দেশনা বাস্তবায়নে আশাশুনি উপজেলা কৃষক দল বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করেছে। এরই অংশ হিসাবে বড়দল ইউনিয়নের মানুষের মাঝে জামরুল,বকুল৷ ফুল, মেহগনি ও লম্বু গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা কৃষক দল সভাপতি মোঃ লিয়াকত হোসেন। বড়দল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃশফিকুল ইসলাম শফি এর সভাপতিত্বে ও বড়দল ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব এ,এইচ,এম,আনারুজ্জামান টিটু এর পরিচালনায় অনুষ্ঠানে বড়দল ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃশরীফুল ইসলাম শরীফ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন সদস্য সচিব তারিকুল আওয়াল পিন্টু,এছাড়া ও যুগ্ম আহবায়ক মোঃআইয়ুব আলী,আঃরহমান,আঃমালেক,ইয়াছিন সরদার, বিএনপি নেতা রেজাউল , আঃ সালাম, তৌহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।