সাভারের আশুলিয়ায় মহাসড়ক এর পাশে পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার নতুন ডিইপিজেডের বিপরীত পাশে পার্কিংরত ওই বাসে অগ্নিকাণ্ড হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী এক পথচারী ইয়াসিন আরাফাত চ্যানেল ২১ নিউজ কে জানায় যে ডিইপিজেড–সংলগ্ন এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাস পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় ১২টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন পথচারীরা। পরে তাঁরা ডিইপিজেড ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস কেন্দ্রের  ডিউটি অফিসার মোঃ শাজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুড়ে ফেলা বিড়ি অথবা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।