ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া-২
(মিরপুর-ভেড়ামারা) আসনের নির্বাচন প্রস্তুতি সভা ও নির্বাচন পরিচালনা (আইএবি) কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেল ৩টায়,কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুটবল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির (আইএবি) আহ্বায়ক আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ বিন হানিফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক ও আইএবির জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নাজমুছ ছলেহীন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওঃ তাওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন যে, ফ্যাসিস্ট ও চাঁদাবাজ তৈরি হয় এমন নির্বাচন চাই না: ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচনের কথা উঠলেই কেউ কেউ ভয় পায়। কারণ, এ পদ্ধতি চালু হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়ে যাবে। অথচ যারা বিরোধিতা করছে, তারা আজও যৌক্তিকভাবে এর কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি। একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে বলেও মন্তব্য করেন বক্তারা। এছাড়াও বক্তারা আরও বলেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার জন্য সংগ্রাম করছি। রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার চাই। দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অনিয়ম, ভোট চুরি, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অবসান ঘটবে। কিন্তু দুঃখজনকভাবে কিছু দল এ পদ্ধতির বিরোধিতা করছে। কারণ তারা জানে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের অবৈধ আধিপত্য, দুর্নীতি ও অন্যায়ের সুযোগ বন্ধ হয়ে যাবে।’ সর্বপোরি নির্বাচল পরিচালনা কমিটি ও প্রস্তুতি সভা ব্যাপক উপস্থিত জনসমাগমের মাঝে দোয়া পরিচালনার মাধ্যমে সমাপ্ত হয়।