আটক মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের উপজেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে সিএনজি থেকে নামে মামুন। সেখানে তার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মামুনকে বিদেশি ১০ বোতল মদসহ আটক করে।
আটো মামুন জানান, পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ থেকে রনি নামের একজন ১০ বোতল বিদেশি মদের একটি চালান তার হাতে দিয়ে শম্ভুগঞ্জ নিয়ে যাওয়ার জন্য বলা হয়। পরে সেখান থেকে ঈশ্বরগঞ্জে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তখন মামুন সেই মদের ব্যাগ সিএনজি করে ঈশ্বরগঞ্জের একজনের কাছে দিতে আসে। সেই মদ নিয়ে ঈশ্বরগঞ্জ সিএনজি থেকে নামতেই স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উপস্থিত জনগণ পুলিশের হাতে আব্দুল্লাহ আল মামুনকে তুলে দেয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এসময় তার কাছে থাকা ১০ বোতল বিদেশী মদের বোতল জব্দ করে থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের মানুষ অনেক সচেতন। জনগণের সহায়তায় ও পুলিশের আন্তরিক চেষ্টায় চলতি মাসে থানায় ১০ টি মাদক মামলা হয়েছে।”