ফিলিপাইনের সামাজিক কল্যাণ বিভাগ (ডিএসডব্লিউডি) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে “সম্পূর্ণ ভুয়া” আখ্যা দিয়ে সতর্কতা জারি করেছে। এসব ভিডিওতে দাবি করা হয়, সরকার থেকে সব শিক্ষার্থীর জন্য ‘শিক্ষা সহায়তা ভাতা’ প্রদান করা হবে। অথচ বাস্তবে এমন কোনো সরকারি কর্মসূচি চালু নেই। বরং ভিডিওগুলো তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। যাতে রয়েছে ভিজ্যুয়াল ত্রুটি, জাল ওয়াটারমার্ক এবং ভুয়া ওয়েবসাইটের লিংক।

৯ জুলাই ফেসবুকে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি স্কুল ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে ডিএসডব্লিউডি-এর লোগোযুক্ত টি-শার্ট পরা একজন ব্যক্তি ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছেন। তিনি জানান, দেশের সব শিক্ষার্থীকে শ্রেণিভেদে নির্ধারিত টাকার শিক্ষা সহায়তা দেওয়া হবে। সে জন্য একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ভিডিওতে সুপারইম্পোজড লেখা ছিল— “শিক্ষা সহায়তা বিতরণ শুরু ১২ জুলাই থেকে।”

ভিডিওতে ডিএসডব্লিউডি ও শিক্ষা বিভাগের লোগোও জুড়ে দেওয়া হয়েছে। যেন এটি সরকারি উদ্যোগ হিসেবে উপস্থাপন করা যায়। ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ফেসবুক ক্যাপশনে ইংরেজি ও টাগালগ ভাষায় লেখা হয়: DSWD education cash assistance for everyone in school। সঙ্গে থাকে একটি রেজিস্ট্রেশন লিংক।

এআই প্রযুক্তির অপব্যবহার

ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে স্বীকৃত এআই এখন ভুয়া তথ্য ছড়াতেও ব্যবহৃত হচ্ছে— এটাই যেন তার জীবন্ত উদাহরণ। ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া এসব ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, সেগুলোতে রয়েছে গুগল-এর ভিও প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক। ভিও হলো গুগলের একটি ভিডিও জেনারেটিং টুল। যার মাধ্যমে আট সেকেন্ডের ছোট ছোট ভিডিও তৈরি করা যায়।