সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘আপনি যদি এই বছরের আগস্টের বিশ্লেষণ করেন—এটা একটা ভিন্ন প্রেক্ষাপট এটাকে নিয়ে আপনাকে মন্দ কথা বলতে হবে। আর যদি আপনি সেই ২০২৪ সালের দিনটার কথা চিন্তা করেন—বলতে হবে যে বাঙালি তার হাজার বছরের মধ্যে যে কয়বার জেগে উঠেছিল সে কয়বারের মধ্যে অন্যতম ছিল সে ২০২৪ সালে সপ্তাধিক সময়। আর ওই সময়টাতে বাঙালি সফল হয়েছিল।
তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে একসাথে ১৮ কোটি মানুষকে এবং আমাদের এই ১৮ কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ ওখানে আরো প্রায় ১০-১২ কোটি মানুষ বাংলা ভাষাভাষী মানুষ, এরপর আমাদের সাথে যেসব বন্ধু রাষ্ট্র রয়েছে—যেমন আসাম, সেভেন সিস্টার তারাও কিন্তু আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল এবং আমরা ভারতকে যতই সমালোচনা করে কেন না কেন মানে ভারতের যে সাউথ ব্লক আছে বা নর্থ ব্লক আছে কিংবা এলিট শ্রেণি আছে তারা কিন্তু এই মানে আমাদের সমর্থন দিয়েছিল। ফলে কী হলো আমি ইতিহাস নিয়ে যতটুক পড়াশোনা করেছি আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট ৫০ কোটি মানুষ একসঙ্গে এই আন্দোলনের পক্ষে তারা দাঁড়িয়েছিল।’