খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাচিন সন পুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফলের মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক ও অভিভাবকরা।


গত ১০ জুলাই প্রকাশিত এসএসসি ফলাফলে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটি ১৫তম স্থানে থাকায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়। এ পরিস্থিতি কাটিয়ে ওঠা ও আগামী পরীক্ষায় সাফল্য অর্জনের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এই সমাবেশের আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ।  বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক শিবু চন্দ্র দে, রুবি মুৎসুদ্দি মো. নূর উন নবী মজুমদার ও মো. সিরাজ মজুমদারসহ অনেকে।

শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক-অভিভাবক যৌথ প্রচেষ্টার ওপর জোর দেন। অভিভাবকরা মাসিক পরীক্ষা, ফেল করা বিষয়ে পুনরুদ্ধারমূলক পদক্ষেপ ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন।