আজ ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো “এস এম ফয়সাল শিক্ষাবৃত্তি প্রদান - ২০২৫” অনুষ্ঠান।

শিক্ষাবান্ধব এই আয়োজনে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শত শত ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান জনাব এস এম ফয়সাল সাহেব। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, “আজকের এই বৃত্তি ভবিষ্যতের আলোকবর্তিকা। তোমরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার জনপ্রিয় ও বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব এস এম এফ শাহজাহান সাহেব। তিনি তার বক্তব্যে বলেন, “এস এম ফয়সাল শিক্ষাবৃত্তি আমাদের এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এক মহৎ উদ্যোগ। আমরা গর্বিত এমন একজন শিক্ষানুরাগী নেতাকে পাশে পেয়ে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। সকলে মিলিতভাবে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতি বছর এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল এস এম ফয়সাল ফাউন্ডেশন, যারা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে উপযুক্তদের বাছাই করে বৃত্তি প্রদান করে থাকে।

এ ধরনের উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রেরণা জোগাবে এবং একটি শিক্ষিত ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে — এমনটাই প্রত্যাশা করছেন সকলে।