পর্যটন নগরী কক্সবাজারে ক্ষুদে ফুটবলার তৈরির অংশ হিসেবে মাসব্যাপী (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রশিক্ষণ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৪০ জন ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য রতন দাশ, খালেদ আজম বিপ্লব, উদয় শংকর পাল মিঠু, ক্রীড়া সাংবাদিক ছৈয়দ আলম, জসীম উদ্দীন, সিরাজুল ইসলাম, আইমান, আরফাত।
এছাড়া কোচ খালেদ হোসেন, মনছুর আলম ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: আলাউদ্দিন বলেন, তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণ শেষে বাছাইকৃত খেলোয়াড়দের ঢাকায় পাঠানো হবে। কক্সবাজার জেলা হচ্ছে ফুটবলার তৈরীর কারখানা। ইতিমধ্যে কক্সবাজার জেলা অনুর্ধ-১৫ ফুটবল দল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া জেলার একাধিক ফুটবলার জাতীয় দল এবং প্রায় দুই শতাধিক ফুটবলার ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন ক্লাব-লীগ পর্বে খেলছেন। মানসম্মত ক্ষুদে ফুটবলার তৈরিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার। এই প্রশিক্ষণে অংশগ্রহন করতে পেরে খুশি ঈদগাঁও উপজেলা থেকে সুযোগ পাওয়া রিফাত, তামিম,রিদুয়ানসহ কয়েকজন।