রোববার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. বেলাল (পিতা-শামসুল আলম), তিনি উখিয়ার ইনানী এলাকার ডেইলপাড়ার বাসিন্দা। তার প্যান্টের বাম পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইলফোনও জব্দ করা হয়েছে।
আটকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের ও পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।