পর্যটন নগরী কক্সবাজারের বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠিত হবে ফুটবলের দুই মহারতির বিভাগীয় শিরোপা লড়াইয়ের মহারণ।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কাঙ্খিত ফাইনালটি রবিবার (১১ মে) বিকেল ৩ টায় হ্যাট্রিক শিরোপা ঘরে তুলতে ঘরের মাঠে কুমিল্লা জেলা দলের বিরুদ্ধে মাঠে নামবে তারকা সমৃদ্ধ কক্সবাজার জেলা দল।
ইতোমধ্যে দু'দলই শক্তির বড় পরীক্ষা দিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। রাঙ্গামাটি ভেন্যুতে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে ফেভারিট চট্টগ্রাম জেলা দলকে টাইব্রেকারে ৪- ২ গোলে হারিয়ে ফাইনালে উঠে কক্সবাজার জেলা দল।
অপরদিকে কুমিল্লা নিজেদের মাঠে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এদিকে দেশীয় ফুটবলে কোয়ালিটি ফুটবলার তৈরির তীর্থ কেন্দ্র এখন কক্সবাজার। দেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা বি- লীগে বিভিন্ন দলের হয়ে কক্সবাজারের রেকর্ড ১৭ জন ফুটবলার অংশ নিচ্ছে। তারমধ্যে ইব্রাহিম, সুশান্ত, হাসান মুরাদ, জিকু, সাহেদরা জাতীয় দলের নিয়মিত পারফর্মার। প্রথমদিকে বি- লীগের বাপ্পী, রিমনকে দলে ভিড়িয়ে কক্সবাজারের দ্বিতীয় দল নিয়েই রাঙ্গামাটি পর্ব বাজিমাত করে। এখন ঘরের মাঠে বি- লীগের সবাইকে না পেলেও কৌশিক, মনির আলম, বাপ্পি, মিনহাজ, সাগরকে উড়িয়ে এনে টিম ম্যানেজমেন্ট মুন্সিয়ানা দেখিয়েছে। এদের সাথে জাতীয় তারকা ইব্রাহিম ও হাসান মুরাদ যোগ দিলে শক্তির বিচারে প্রতিপক্ষের চাইতে অনেকদূর এগিয়ে যাবে।
তবে কুমিল্লা জেলা দলও পিছিয়ে নেই। তারা দল গড়েছে ঢাকার মাঠের একদল পরীক্ষিত, লড়াকু খেলোয়াড় নিয়ে। ফলে দু'দলের ম্যাচটি জমবে ভালো।
কক্সবাজার জেলা দলের কোচ মাসুদ আলম জানান, আমরা রানিং চ্যাম্পিয়ন। ঘরের মাঠে শিরোপা ধরে রাখতেই কক্সবাজার মাঠে নামবে। তবে প্রতিপক্ষ কুমিল্লা অবশ্যই ভালো দল, তারা পরীক্ষা দিয়েই এতদূর এসেছে। ম্যাচটি কঠিন হবে মনে হচ্ছে।
অন্যদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইমরান হোসাইন সজিব জানান, দু' দলের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন। এদিকে দু'দলই নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে শিরোপা নিজেদের ঝুলিতে ধরে রাখতে পুর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামবে এমনটি প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের কাঙ্খিত ফাইনালটি রবিবার (১১ মে) বিকেল ৩ টায় হ্যাট্রিক শিরোপা ঘরে তুলতে ঘরের মাঠে কুমিল্লা জেলা দলের বিরুদ্ধে মাঠে নামবে তারকা সমৃদ্ধ কক্সবাজার জেলা দল।
ইতোমধ্যে দু'দলই শক্তির বড় পরীক্ষা দিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। রাঙ্গামাটি ভেন্যুতে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে ফেভারিট চট্টগ্রাম জেলা দলকে টাইব্রেকারে ৪- ২ গোলে হারিয়ে ফাইনালে উঠে কক্সবাজার জেলা দল।
অপরদিকে কুমিল্লা নিজেদের মাঠে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এদিকে দেশীয় ফুটবলে কোয়ালিটি ফুটবলার তৈরির তীর্থ কেন্দ্র এখন কক্সবাজার। দেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা বি- লীগে বিভিন্ন দলের হয়ে কক্সবাজারের রেকর্ড ১৭ জন ফুটবলার অংশ নিচ্ছে। তারমধ্যে ইব্রাহিম, সুশান্ত, হাসান মুরাদ, জিকু, সাহেদরা জাতীয় দলের নিয়মিত পারফর্মার। প্রথমদিকে বি- লীগের বাপ্পী, রিমনকে দলে ভিড়িয়ে কক্সবাজারের দ্বিতীয় দল নিয়েই রাঙ্গামাটি পর্ব বাজিমাত করে। এখন ঘরের মাঠে বি- লীগের সবাইকে না পেলেও কৌশিক, মনির আলম, বাপ্পি, মিনহাজ, সাগরকে উড়িয়ে এনে টিম ম্যানেজমেন্ট মুন্সিয়ানা দেখিয়েছে। এদের সাথে জাতীয় তারকা ইব্রাহিম ও হাসান মুরাদ যোগ দিলে শক্তির বিচারে প্রতিপক্ষের চাইতে অনেকদূর এগিয়ে যাবে।
তবে কুমিল্লা জেলা দলও পিছিয়ে নেই। তারা দল গড়েছে ঢাকার মাঠের একদল পরীক্ষিত, লড়াকু খেলোয়াড় নিয়ে। ফলে দু'দলের ম্যাচটি জমবে ভালো।
কক্সবাজার জেলা দলের কোচ মাসুদ আলম জানান, আমরা রানিং চ্যাম্পিয়ন। ঘরের মাঠে শিরোপা ধরে রাখতেই কক্সবাজার মাঠে নামবে। তবে প্রতিপক্ষ কুমিল্লা অবশ্যই ভালো দল, তারা পরীক্ষা দিয়েই এতদূর এসেছে। ম্যাচটি কঠিন হবে মনে হচ্ছে।
অন্যদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইমরান হোসাইন সজিব জানান, দু' দলের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন। এদিকে দু'দলই নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে শিরোপা নিজেদের ঝুলিতে ধরে রাখতে পুর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামবে এমনটি প্রত্যাশা ফুটবল প্রেমীদের।