কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কান্দাইল দারুসসালাম দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জয়কা ইউনিয়ন বিএনপির সভাপতি,জয়কা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির।গত বৃহস্পতিবার (১৪ আগস্ট)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিস্ট্রার (প্রশাসন)প্রফেসর ছালেহ আহমেদ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কান্দাইল দারুসসালাম দাখেল মাদরাসার সুপার আবু বক্কর সিদ্দিক, সাধারণ শিক্ষক সদস্য আবুল খায়ের মো:ইদ্রিস আলী,অভিভাবক সদস্য মো.আবু সায়েম।বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড , ঢাকা গভনিং বডি ও ম্যানেজিং কমিটি,প্রবিধানমালা ২০০৯- এর  ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্ন বণির্ত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬(ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো।
সভাপতি হুমায়ুন কবির বলেন,কান্দাইল দারুসসালাম দাখিল মাদgরাসার এডহক কমিটির সভাপতি হয়েছি,এটা আমার জন্য আনন্দের বিষয়।আমি মাদরাসার উন্নয়নে কাজ করে যাবো।শিক্ষার গুণগত মান উন্নয়ন,আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থা করা,শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ -সুবিধা প্রধান হবে আমার প্রধান অঙ্গীকার।