কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মদন গ্রামের আবু লায়েস দীর্ঘ রোগ ভোগের পর রবিবার, ২০ জুলাই রাত সাড়ে ৮ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন।মরহুম আবু লায়েছ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে মদন মুন্সী বাড়ির মৃত হাজী মো:আব্দুল্লাহ (কেন্তু মুন্সির) ছেলে।তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি নিউমোনিয়া,শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে শারীরিক জঠিলতায় ভুগছিলেন।তিনি স্ত্রী,২ ছেলে,১ মেয়ে  রেখে গেছেন।সোমবার ,২১ জুলাই  বাদ জোহর  ময়মনসিংহ সদর উপজেলার কাঠগোলা বাজার বড় মসজিদ প্রাঙ্গনে জানাযা অনুষ্ঠিত হবে।ময়মনসিংহ সদর উপজেলার গলগণ্ডা এলাকায়  কবরস্থান দাফন সম্পন্ন হবে।।