কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উরদিঘী আলিম মাদরাসার আয়োজনে শনিবার (২৬ জুলাই) বিকাল ৩ টায় উরদিঘী আলিম মাদরাসার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন উরদিঘী আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি মো.তাজুল ইসলাম।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মিঞা মো.নূরুল হক।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা,কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো.নাজমুল ইসলাম,কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ,করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার এডহক কমিটির সভাপতি ড.এম আব্দুল আজিজ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উরদিঘী আলিম মাদরাসার অধ্যক্ষ মো:মাহতাব উদ্দিন,সাবেক সভাপতি ও কান্দাইল দারুস সালাম দাখিল মাদরাসার সুপার আবু বক্কর সিদ্দিক,করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো:আব্দুল্লাহ,বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মো.হেলাল উদ্দিন,ঝাউতলা আনোয়ারিয়া আলিম মাদরাসার প্রভাষক মো.মহসিন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো.আমিনুল্লাহ,গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট শফি উজ্জামান ভূঁইয়া,করিমগঞ্জ উপজেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক,উরদিঘী আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো.নূরুল ইসলাম,হাত্রাপাড়া দাখিল মাদরাসার সুপার জাহিদ উদ্দিন,বিএনপি নেতা উরদিঘী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কিবরিয়া শিপন ভূঁইয়া,সাবেক সভাপতি হাজী নজরুল ইসলাম,করিমগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুখছেদুল মমিন সবুজ,গুণধর ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারী বদিউজ্জামান,উরদিঘী আলিম মাদরাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,বিএনপি নেতা আল আমিন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের করিমগঞ্জ উপজেলা সেক্রেটারী মো.হাবিবুর রহমানসহ মতবিনিময় সভায় এসময় করিমগঞ্জ উপজেলার বিভিন্ন  মাদরাসা প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ, সুপার বিভিন্ন মাদরাসা শিক্ষকগণ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উরদিঘী আলিম মাদরাসার সহকারী শিক্ষক আবুল হাসেম।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান এসময় বলেন,ভবিষ্যত প্রজন্মের জন্য আগামী বাংলাদেশ গড়ে তুলতে মাদরাসার শিক্ষককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।মাদরাসা ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় মনোযোগী করতে হবে।সঠিক সময়ে মাদরাসা ক্লাস শুরু করতে হবে এবং সঠিক সময়ে ছুটি দিতে হবে।নকল মুক্ত পরীক্ষা,পরীক্ষার খাতা পড়ে নাম্বার দিতে হবে।অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়িতে ফোন করতে হবে।আপনাদের ভালোবাসা দিয়ে পাঠদানকে আকর্ষণীয় করতে হবে।প্রিসিডেন্ট জিয়াউর রহমানের আমলে হাজার হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থাপন করা হয়েছে।ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তা বন্ধ করে দেয়।আমরা তা চালু করছি।তিনি এসময় ভবিষ্যত জাতি গড়ার কারিগর মাদরাসা শিক্ষকদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।