কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উরদিঘী দাখিল মাদরাসা সুপার মো.মাহতাব উদ্দিনকে সভাপতি ও কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসা সহকারী অধ্যাপক মো.রফিকুল ইসলাম কফিলকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়।কমিটিতে খাকশ্রী আলিম মাদরাসা সহকারী অধ্যাপক মো.খায়রুল ইসলামকে সদস্য,বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সহকারী সুপার মো.হাবিবুর রহমানকে সদস্য,হাত্রাপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নূর মোহাম্মদকে সদস্য,ঝাউতলা আনোয়ারিয়া আলিম মাদরাসা অধ্যাপক মাহবুবুর রহমানকে সদস্য, করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসা প্রভাষক মো:নূরুল্লাহকে সদস্য করা হয়েছে। ৬ মাস মেয়াদী এডহক কমিটি গঠন করা হয়েছে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।