কলাপাড়ায় আবারো চোর আতংক এক রাতে চার জায়গায় চুরির অভিযোগ পাওয়া গেছে

কলাপাড়ায় আবারো চোর আতংক এক রাতে চার জায়গায় চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা, নীলগঞ্জ ও নবীপুরে এ চুরি সংঘটিত হয়। পাখিমারা সরকারি প্রাথমিক
বিদ্যালয় থেকে ল্যাপটপ ও প্রজেক্টর, নীলগঞ্জ গ্রামের মামুন মৃধার দোকান থেকে নগদ টাকা, সিগারেট সহ অন্যান্য মালামাল এবং নবীপুর গ্রামের বাসিন্দা মো.আবুল হোসেন হাওলাদার ও মোতালেব মাতুব্বর এর একটি করে মোট দুটি গরু নিয়ে যায় চোর চক্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোফাজ্জল হোসেন বলেন, গত তিনদিন আগে স্কুলের জন্য সরকারী
ভাবে ল্যাপটপ ও প্রজেক্টর পেয়েছেন তারা । এখন পর্যন্ত ব্যাবহার করা হয়নি। কিন্তু গতকাল রাতে স্কুলের দরজার কয়রা ভেঙ্গে তা চোরে নিয়ে গেছে। এছাড়াও স্টিলের আলমিরা ভেঙ্গে সামন্য কিছু টাকাও নিয়েগেছে চোরেরা। এ ঘটনার পর ওই স্কুলের পার্শবর্তী পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের মালামাল নিয়ে শংকিত বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ নাজমুল আলম বাদল মাতুব্বর। তিনি বলেন,এ ঘটনার পর আমরাও আতংকিত আমাদের বিদ্যালয়ে ৩০ টির অধিক কম্পিউটার আছে। এগুলো এখন নিরাপদ নয়। তাই প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করছি। এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম বলেন, আমি স্কুলে চুরির বিয়টি জেনেছি। এছাড়া অন্য ঘটনাগুলো আমার জানানেই। এখনও পর্যন্ত কোন বিষয়ে অভিযোগ পাইনি। পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।