সিলেটের জৈন্তাপুরে ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২২ মে এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড,সিলেট এরিয়া অফিস কর্তৃক আয়োজিত উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদেরকে নিয়ে পার্সোনাল হেলথ এন্ড হাইজিন অর্থাৎ মেন্সট্রুয়াল সাইকেল ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৩১২ জন ছাত্রী। এ সময় কর্মশালায় সভাপতিত্ব করেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এসএমসি এর সিলেট বিভাগীয় অফিসের সেলস ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম, সিনিয়র সেলস প্রমোশন অফিসার খন্দকার মোস্তাকিম,ডাঃ রেদওয়ানা তাবাসসুম বহ্নি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য তোফায়েল আহমেদ, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) কাবুল চন্দ্র পাল, সহকারী শিক্ষক আজিজ আহমদ খালিদ, মো হাবিবউল্লাহ, হুসাইন আহমদ, ফয়েজ আহমেদ, মুহিবুর রহমান, আবদুল করিম, চঞ্চল শর্মা।
এ সময় কর্মশালায় মেয়েদের মেন্সট্রুয়াল সাইকেল সম্পর্কিত সাধারণ ধারণা যেমন মাসিক কি, কত বছর বয়স থেকে শুরু হয়,এসময় কি কি খাবার খাওয়া উচিত,ব্যথা হলে কি ব্যবস্থা নেয়া উচিত,এই সময় কিভাবে নিজের শরীর ও মনের যত্ন নিতে হবে এবং নিজের ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কেও আলোচনা করা হয়।
এ সময় এসব বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডাঃ রেদওয়ানা তাবাসসুম বহ্নি। কর্মশালায় মেয়েদের মধ্যে এসএমসি এর পক্ষ থেকে জয়া স্যানেটারি ন্যাপকিন (বিনামূল্যে) বিতরণ করা হয়।