ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ প্রতিনিধি মোঃ ওবায়দুল হক সোহেল এ-র তথ্য চিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফল শীর্ষক অভিভাবক সমাবেশ পরিচালনা কমিটির সভাপতি,বিশিষ্ট সমাজসেবক মোঃ আতাউর রহমান সরকার সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোজাম্মেল হকের পরিচালনায় আজ ০৪ আগষ্ট ২০২৫ ইং রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: সামিউল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তৌহিদ।স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল করিম,উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো: দেলোয়ার হোসেন, দাতা সদস্য বাচ্চু মিয়া,সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। অত্যান্ত ভাবগাম্ভীর্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সামিউল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়নে সকলকেই এগিয়ে আসতে হবে। শিক্ষক ও অভিভাবকের চেষ্টায় শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। হোম ভিজিট প্রত্যেক শিক্ষককে ভাগ করে দিতে হবে এবং শিক্ষার্থীদেরকে যাতে বাল্যবিবাহ না দেয় এবং তাদের যোগ্যতা অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে হবে এ বিষয়ে অভিভাবকগণ খেয়াল রাখতে হবে এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন যে শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণীতে উপস্থিত থাকবে বাড়ির কাজ নিয়মিত করবে বাড়িতে অভিভাবকগণ সঠিক ভাবে তদারকি করবে। জনাব মোঃ আব্দুল কাদের বলেন যারা টেস্ট পরীক্ষায় ভাল করবে তাদেরকেই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া উচিত তাহলেই ভালো ফলাফল করা সম্ভব।জনাব আতাউর রহমান সরকার বলেন কসবা মহিলা দাখিল মাদ্রাসাকে ভালো একটি মাদ্রাসায় পরিণত করতে আমাদের পক্ষ থেকে সহশিক্ষা কার্যক্রমসহ গ্রহণ মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা সকল পদক্ষেপ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ । মাদ্রাসায় একটি ভাল মানের পাঠাগার তৈরি করা হবে সেখান থেকে শিক্ষার্থীরা ইতিহাস জ্ঞান বিজ্ঞান শিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এরাই এই জাতির কর্ণধার হয়ে মানুষের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। স্বাগত বক্তব্যে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল করিম বলেন শিক্ষা উন্নয়ন এবং ফলাফল ভালো করার জন্য অতিরিক্ত ক্লাস হুম ভিজিট সহ পদক্ষেপ গ্রহণ করা হবে অভিভাবকদের সমন্বয়ে এই জন্য সকল অভিভাবকদেরকে উপস্থিত হওয়ায় সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।