কুমিল্লার দাউদকান্দিতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।


গতকাল রবিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়ার পক্ষ থেকে দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক দুইটি ট্রাক তল্লাশি করে মোট ৪৪ লাখ ৭৬ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করা হয়। উদ্ধার চিংড়ির আনুমানিক মূল্য ২ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা।

পরবর্তীতে, গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ চিংড়ি রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। ট্রাকের চালক ও হেল্পারদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক  বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।