গত ১৩ আগস্ট ২০২৫ (বুধবার) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র ধারাবাহিক মাদক ও চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনা করেন। গত ১২ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১১টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/১০-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভাগজোত ঘাট নামক স্থান হতে জেসিও-১০১০৫ নায়েব সুবেদার মোঃ শওকত হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক (১) মোঃ বুলবুল আহম্মেদ(৩৯), পিতাঃ মোঃ খেদু বিশ্বাস, (২) মোঃআব্দুল রাজ্জাক, পিতাঃ মৃতঃ হান্ডু মন্ডল, উভয়ের ঠিকানাঃ গ্রামঃ চড়ুইকুড়ি (মরার চর), ডাকঃ ইনসাফনগর, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়ার কাছ থেকে ভারতীয় ৯৮৩০ গ্রাম রৌপ্য, ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং নগদ ৩শত টাকাসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ২৫,৪১,৩৩০/- (পঁচিশ লক্ষ একচল্লিশ হাজার তিনশত ত্রিশ) টাকা।

একই দিন অপরদিকে গত ১২ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/মেইন পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নামক স্থান হতে নং-৫৫৬৭৩ হাবিলদার মোঃ আজগর মিয়া এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ৯ হাজার ২শত টাকা উদ্ধার করে।

অপরদিকে আরও একটি অভিযান গত ১২ আগস্ট ২০২৫ তারিখ ১২টা ৩০ মিনিটের সময় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন মিরপুর বাজারের পাশে গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ “চায়না দুয়ারি ও কারেন্ট” জালের মজুদ থাকার তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন মোঃ আবুল কালাম আজাদ, মৎস অফিসার, মিরপুর, কুষ্টিয়া এবং সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উক্ত অভিযানে মিরপুর বাজারের পাশের গোডাউন এলাকায় তল্লাশির মাধ্যমে ১৫২৬.২৫০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬১ লক্ষ ৫ হাজার টাকা। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য-৮৬ লক্ষ ৫৫ হাজার ৫শত ৩০ ত্রিশ টাকা।

গৃহীত কার্যক্রমঃ- বিধি অনুযায়ী মামলা দায়ের করত ধৃত আসামীদের ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং নগদ ৩০০/- টাকাসহ দৌলতপুর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত রৌপ্য কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে এবং জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস ও মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা হয়েছে।