আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতিত্ব অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পরিবার, সমাজ ও দেশের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, প্রতিকূলতার মধ্যেও যারা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করেছে, তারাই ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদেরকে ভবিষ্যতে আরও মনোযোগী ও নিষ্ঠাবান হয়ে পড়াশোনা করার অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
শেয়ার করুন

বাগেরহাট, ১৪ আগস্ট ২০২৫: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।



