পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের খাদ্য গুদাম রোড এলাকার বাসিন্দা মৃত বাদল খানের ছেলে শাকিল খান (২৮) এবং মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ সদর ইউনিয়নের ২ নস্বর বাসিন্দা আব্দুল জলিল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০)। এসময় মুহিম হাওলাদার (২১) নামে আরেক জন পালিয়ে যায়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে বুধবার রাতে বেতাগী থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার বাদী বেতাগী থানার উপ-পরিদর্শক অপূর্ব কান্তি দাস বলেন,’ দুইজন গ্রেপ্তার করা হয় এবং তাদের সঙ্গে থাকা অপর একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশল করে পালিয়ে যায়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন,’ ঘটনার সাথে জড়িত ২ জনকে বেতাগী থানা পুলিশ গ্রেপ্তার করেন। এসময় অপর একজন পালিয়ে যায়। তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে বেতাগী থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামী শাকিল ও রাসেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।