স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার বাসিন্দা। সে পেশায় একজন জেলে। বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজ ঘরে আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নুর ইসলাম। দুপুরে ঘরে ঢুকে তার ছেলে বাবাকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকারে দিলে স্থানীয়রা ছুটে এসে নুর ইসলামকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, এ বিষয়ে আমরা তদন্ত করতেছি। একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।