গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ শিকদার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। মঙ্গলবার(১২ আগস্ট)সন্ধ্যায় ৭ টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ শোক জানান।ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেত্রী, প্রাক্তন ডা ক সু এর প্রথম নারী ভিপি (১৯৬৬-৬৭),শিক্ষক নেতা,খেলা ঘর সভাপতি, আন্তর্জাতিক শিক্ষক ফেডারেশনের সভাপতি,এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, একুশে পদক প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম (৮২) মঙ্গলবার, ১২ আগস্ট সকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেতারা মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সব সদস্য আত্নীয় স্বজন ও গুণগাহীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।