গলাচিপায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়া দোকান মালিকদের অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
৩০ এপ্রিল বুধবার সন্ধ্যায় তিনি উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের ১১ জনের মাঝে নগদ অর্থ তুলে দেন।
এ সময় অনন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার হাওলাদার,
সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, খন্দকার মিজানুর রহমান ও পঙ্কজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ ও মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ ও মো. মাসুদ রানা প্যাদা, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ্ ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল প্রমুখ।
এছাড়াও গলাচিপা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।