পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের '৪৫ তম' প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে গলাচিপা পৌরমঞ্চে আলোচনা সভা এবং সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২০ আগষ্ট, বুধবার সকাল ১১টায় গলাচিপা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলুল হক শাকিলের সঞ্চালনায় এবং গলাচিপা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ্ এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালি উদ্বোধন করেন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. সাত্তার হাওলাদার।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল করিম, আইয়ুব হাসান শান্ত, পৌর বিএনপি'র সভাপতি মো. মিজানুর রহমান, বিএপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ তালুকদার, গলাচিপা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মশিউর রহমান শাহিন, গলাচিপা উপজেলা গলাচিপা উপজেলা বিএনপি'র সহ-সভাপতি জাবেদ মিয়া , মু. জসিম উদ্দিন রাড়ী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মঞ্জু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম মিন্টু পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ।
বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আহসান উদ্দিন পরাগ, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতাকর্মীরা সদ্য প্রায়ত উপজেলা বিএনপি'র প্রচার ও প্রচারণা সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।