জেলা প্রেসক্লাব, পটুয়াখালীতে অনির্বাচিত ২০২৩-২০২৪ইং বিলুপ্ত ঘোষণা ও ১১সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করে ৩১ দিনের মধ্য নির্বাচন আয়োজনের নির্দেশ ঘোষণা করে জরুরী সভায় ৷

জেলা প্রেসক্লাব, পটুয়াখালীর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুর রহমান,সহ-সভাপতি  মোঃ রাশেদ উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল আকন,১নং কার্যনির্বাহী  সদস্য মোঃ শানু সহ  অন্যান্য সদস্যদের উদ্বেগে  
জেলা প্রেসক্লাব পটুয়াখালী 
অনির্বাচিত কমিটি বাতিল ও নতুন নির্বাচনের জরুরি আলোচোনা সভায় সকল সদস্যের অনুমতিক্রমে সভা অনুষ্ঠিত হয় ৷

উক্ত আলোচনা সভায় জেলা প্রেসক্লাব,পটুয়াখালী'র সকল সদস্যের উপস্থিতিতে বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ( ২০ আগষ্ট) বুধবার সকালে জেলা প্রেসক্লাব,পটুয়াখালী'র কার্যালয়ে এ কমিটি গঠিত হয়েছে। পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয় ৷  

কমিটিতে দৈনিক সমাচার পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. মশিউর রহমানকে আহ্বায়ক, সংবাদ সকাল পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এ জেড এম উজ্জ্বলকে সদস্য সচিব করে ৯ জনকে সদস্য নির্বাচিত করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক  কমিটিকে আগামী ৩১ দিনের মধ্যে একটি গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়ন মধ্য দিয়ে জেলা প্রেসক্লাব, পটুয়াখালী'র সদস্যদের নিয়ে 
নির্বাচনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে৷ ৷ 
মেয়াদ উত্তির্ন হওয়ায় জরুরী সভার আয়োজন করে সকল সদস্যদের সম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।