"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" এই প্রতিপাদ্য'র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি কর্তৃক আয়োজিত "বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫। ৫ মে, সোমবার রাত সাড়ে আটটায় টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান (মাস্টার) এর সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য সচিব মো. সাইদুজ্জামান সোহেল তালুকদার এর সঞ্চালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্ এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী এসএম আসাদুজ্জামান আরিফ, গলাচিপা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা বিএনপি'র প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রভাষক মো. হারুন অর রশিদ, গলাচিপা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম মিন্টু, ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. নাসির উদ্দিন মিয়া, অপারেশন ম্যানেজার পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা মো. মেহেদী হাসান, শ্রম অধিকার গলাচিপা উপজেলার সভাপতি মো. আমির হোসেন, প্রধান শিক্ষক বেইজবিল্ড ডিজিটাল একাডেমি রেদোয়ান তালাল, সহকারী প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান সুমন, শিক্ষক মো. আনিসুর রহমান, শিক্ষক মো. হামিদুর রহমান,যুব অধিকার পরিষদ গলাচিপা এর সহ-সভাপতি মো. মাইনউদ্দিন, সদর ইউনিয়ন যুবদল নেতা মো. শিহাবউদ্দিন, মৎস্যজীবী দল নেতা মামুন মোল্লা প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও যুবকবৃন্দ। টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বোয়ালিয়া হাওলাদার স্কোয়াড ও লিজেন্ড ব্রাদার্স মুখোমুখি হয়। এতে হাওলাদার স্কোয়াড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এর সৌজন্যে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়।