গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল জব্দসহ একজনকে আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল জব্দসহ একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ মে) বিকাল ৩টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অবস্থিত একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।


জানা গেছে, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রওশানুল কাওছার ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামসহ থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করেন। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক শাহাবুল ইসলাম সাবু'কে আটক করা হয়। জব্দকৃত চাল বর্তমানে উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে।


এ ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, প্রশাসনের অভিযানে ওই চাল জব্দ ও তাকে আটকের বিষয়টি জেনেছি। কোনও নেতাকর্মীর ব্যক্তিগত অপরাধ ও অন্যায়ের দায় দল নেবে না। উক্ত ঘটনায় আমরা দলীয় সিদ্ধান্তে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নোটিশের জবাব পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আটক সাহাবুল ইসলামকে থানা হাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করার প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।