গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলখানা মোড় এলাকায় এ অবরোধ কর্মসূচী চলে।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপি (ন্যাশনাল ক্যাম্পাস পার্টি)-র নেতাকর্মীরাও অংশ নেন। কর্মসূচীর সময় ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট।

বক্তারা গোপালগঞ্জের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা দাবি করেন, এই হামলার জন্য দায়ী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোষীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

এসময় তারা "ছাত্রলীগ-আওয়ামী লীগ নিপাত যাক", "গণতন্ত্র হত্যার বিচার চাই", "নিষিদ্ধ সংগঠনের বিচার চাই" ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবরোধ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেয়।