চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামী মোঃ রাসেল (৩৬)‌-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭, চট্টগ্রাম।


বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচড়া কুলাগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ জানায়, নিহত মোঃ মানিক আনোয়ারা উপজেলার ভিংরোল এলাকার বাসিন্দা। পূর্ব থেকে তার সঙ্গে মোঃ রাসেল ও সেলিম নামে দুই ব্যক্তির টাকা-পাওনা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ১৭ মার্চ রাসেল কৌশলে মানিককে টাকা পরিশোধের আশ্বাস দিয়ে পরৈকোড়া এলাকায় ডেকে নেয়।

সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা দেশীয় আগ্নেয়াস্ত্র, কিরিচ, চাপাতি, রামদা ও লোহার রড় দিয়ে মানিককে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরদিন ১৮ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যান।

ঘটনার পর নিহত মানিকের বড় ভাই মোহাম্মদ বাবু ওরফে বাবুল বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হয় ১৮ মার্চ, যার নম্বর ২২/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড।

মামলার এজাহারভুক্ত প্রধান আসামী হিসেবে পলাতক থাকা মোঃ রাসেলের অবস্থান শনাক্ত করতে র‍্যাব-৭ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। একপর্যায়ে রাসেলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত রাসেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।