বৃষ্টি ভেজা সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজিত "জুলাই জাগরণ" কালচারাল ফেস্টের চতুর্থ (সমাপনী অধিবেশন) দিন।

সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ মনোমুগ্ধকর অনুষ্ঠান। শত শত দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।


এই কালচারাল ফেস্টে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ভাই চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম, সাবেক ও বর্তমান পরিচালক, সহকারী পরিচালকবৃন্দ এবং আমন্ত্রিত বিশেষ অতিথিরা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জমায়েত ইসলামীয়ের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তাদের আন্তরিক উপস্থিতি এবং শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানটি পায় আরও ভিন্নমাত্রা।


অনুষ্ঠানের শুরু থেকেই দর্শক মাতিয়ে তোলে সাইমুম, কলরব, জাগরণ শিল্পীগোষ্ঠী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আরও বহু সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। ইসলামী সংগীত, হামদ, নাত ও নাট্যচিত্র পরিবেশনার মধ্য দিয়ে ইসলামিক সংস্কৃতির এক অনন্য আবহ সৃষ্টি হয়।


বিশেষ করে তরুণ শিল্পীদের পরিবেশনায় উঠে আসে সমসাময়িক সামাজিক বার্তা, ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষার প্রতিফলন। শিশু শিল্পীদের অংশগ্রহণও ছিল প্রশংসনীয় ও মনোমুগ্ধকর।


সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজিত "জুলাই জাগরণ" ফেস্ট ইতোমধ্যেই ঢাকাসহ সারাদেশের সংস্কৃতিমনা মানুষের দৃষ্টি কেড়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামিক মূল্যবোধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা।


অনুষ্ঠান শেষে সাইমুম শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অংশগ্রহণকারী শিল্পীগোষ্ঠী এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।