চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চার মামলায় ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। 

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে মোহাম্মদ রায়হান জুয়েল ও রিফাতুল ইসলামকে প্রতি জনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ওবাইদুল করিমকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন লঙ্ঘনের দায়ে ‘নোঙর রেস্তোরাঁ-২’ কে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন,  ভোক্তাদের স্বার্থ রক্ষায়  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম,
চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন