বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় খুনিয়া পাড়ার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোঃ লিয়াকত আলী ও তাঁর সহকারী মোঃ গোলাপ রহমান এর কাছ থেকে ১১ পিস ইয়াবা, রাইফেলের কাঠের অংশসহ, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর ফজলে রাব্বী।
আটককৃত মোঃ লিয়াকত আলী (৩৮) চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়া পাড়া এলাকার মোঃ বদিউল আলমের ছেলে এবং মোঃ গোলাপ রহমান (২৭) মৃত উমর আলীর ছেলে।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এবং তার সহযোগী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত
মেজর ফজলে রাব্বি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।