রবিবার (০৩ আগষ্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্স ও টেকনোলজির মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রবিবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থেকে কাউখালী থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত সেশন মামলা ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর সাজা পরোয়ানা আসামিকে বিশ্বস্ত সোর্স ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১ নং আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে পূর্ণ গ্রেফতার দেখায়।
কাউখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার (৪আগষ্ট) সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
কাউখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু নাশকতা মামলা সহ মোট তিনটি মামলার আসামি। তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।