ছাতকে সেনাবাহিনীর টহল টিমের অভিযানে বিভিন্ন চোরাই পণ্য আটক করা হয়েছে। গত ১৮ জুলাই সুরমা ব্রীজের উপর থেকে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও রেলবোল সহ চোরাই পন্য আটক করে সেনাবাহিনীর একটি টহল টিম।

ছাতকের ২  সাংবাদিকের  দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই পন্য আটক করা হয়েছে এমন দাবিতে চোরাকারবারি  মো. শাহিন 

এশিয়ান টিভি'র ছাতক উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও দৈনিক যায়যায় দিন পত্রিকার  উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরকে দেখে নেয়ার হুমকি দিয়েছে।

গত ৩১ জুলাই রাত ১১.৩৪ মিনিটের সময় ০১৯৮৩-০৩২৩৫১ নাম্বারের মোবাইল থেকে হুমকি দিয়ে বলেন তার নাম মো. শাহিন। সেনাবাহিনীর হাতে আটককৃত মালামালের মালিক তিনি। তিনি টাকা দিয়ে আগে ও এরকম ব্যবসা করেছেন। বর্তমানে ও ব্যবসা করে যাচ্ছেন ব্যবসার কারো বাবার নয়। নিজের টাকা দিয়ে ব্যবসা করছি সাংবাদিকদের সমস্যা কি।
এর খেসারত অবশ্যই সাংবাদিকদের দিতে হবে। এ সব কথা বলে মুহাম্মদ নাজমুল হাসান জুয়েলকে হুমকি দেয়া হয়। এর কিছু সময় পর একই  নাম্বারের মোবাইল ফোন দিয়ে সাজ্জাদ মাহমুদ মনিরকে ও দেখে নেয়ার হুমকি দেন  মো. শাহিন নামের চোরাকারবারি।

হুমকি প্রদানের বিষয়ে   ২ জন সাংবাদিকের কাছে অডিও রেকর্ড রয়েছে। এ বিষয়ে  সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির বাদী হয়ে ১ আগষ্ট ছাতক থানায় একটি লিখিত  অভিযোগ দিয়েছেন। সেনাবাহিনীর  ছাতক ক্যাম্পেও মৌখিকভাবে  বিষয়টি অবহিত করেছেন তারা।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির বিষয় স্বীকার করে বলেন,তদন্ত সাপেক্ষে  এ ব্যাপারে আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।