ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে দক্ষিন শৌলডুবি গ্রামে জমিজমা সংক্রান্তের জেরে র্প্রাণনাশের হুমকি অভিযোগ উঠেছে একই গ্রামের জাকারিয়া ও কিবরিয়া শেখের বিরুদ্ধে।
এ বিষয় রব ফকির বাদি হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রব ফকিরের ক্রয়কৃত জমি দীর্ঘদিন যাবৎ জবর দখল করে আসছে জাকারিয়া গং।
রব ফকির বলেন আমি আমার ক্রয়কৃতি জমি ভোগ দখল করতে গেলে আমাকে বিভিন্নভাবে বাঁধা দেন এবং
মোটা অংকের চাঁদা দাবি করে চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে প্রাননাশের হুমকী ধামকী প্রদান করে।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।