বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম উপজেলা বিএনপিকে না জানিয়ে বিএনপির বহিস্কৃত নেতা ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে পথসভা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি।
আজ বুধবার দুপুর ১২ টায় বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, গত ৫ মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে বহিস্কৃত বিএনপি নেতা আবদুর রউফ তালুকদার ও আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে পথসভা করেন। এর আগে আমরা তাকে আমন্ত্রণ করেছিলাম কিন্তু তিনি বিতর্কিতদের সঙ্গে নিয়ে পথসভায় যোগ দেন। এতে করে উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
তিনি আরও বলেন আবদুল কাইয়ুম বিএনপিকে বিভাজনের চেষ্টা করেছেন। দয়া করে বিএনপিকে নিয়ে খেলবেন না। আবদুল কাইয়ুমকে মূল ধারার সঙ্গে থেকে রাজনীতি করার আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।