টাংগাইলের সখীপুর উপজেলার বড় চওনা দেবরাজ এলাকার মরহুম সামাদ মুন্সির ছেলে আঃ বাছেদ মুন্সির (৫৫) পুরুষাঙ্গ কর্তন করেছে ঐ একই এলাকার স্থানীয় এক প্রবাসীর স্ত্রী। 

স্থানীয় সুত্রে জানা যায় তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের বড় চওনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সভাপতি।

গত ১৭ই আগষ্ট ২০২৫,জামায়াতে নেতা বাছেদ মুন্সি  প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গাজীপুর কোনাবাড়ি এলাকায় তার এক আত্ত্বীয়ের বাসায় নিয়ে যায়।সেখানে অবৈধ যৌন মিলনকালে বনিবনা না হওয়ায় গোপনে ধারালো ব্লেড দিয়ে বাছেদ মুন্সির পুরুষাঙ্গ কেটে দেয় ঐ প্রবাসীর স্ত্রী।
পরবর্তীতে বাছেদ মুন্সিকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে বাছেদ মুন্সি নিজ বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন।

এদিকে গত দুদিন আগে বাছেদ মুন্সি ও তার স্ত্রীকে নিয়ে সখীপুর থানায় মামলা করতে আসলে সখীপুর থানার ওসি আবুল কালাম ভুইয়া বলেন যেহেতু ঘটনাটি গাজীপুর কোনাবাড়িতে ঘটেছে সেহেতু মামলা গাজীপুরই করতে হবে।

এঘটনার সত্যতা স্বীকার করে বড় চওনা ইউপির প্যাণেল চেয়ারম্যান আঃ আজিজ বলেছেন, আমি বিষয়টি জানি। এখনো কোন পক্ষ মামলা করে নাই। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসা করা হবে বলে শুনেছি।
স্থানীয় ব্যক্তিবর্গ এ ঘটনার জন্য বাছেদ মুন্সিকে দায়ী করে তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।