পাবনা সদর উপজেলার কৃষ্ণপুর, মোশারফ চেয়ারম্যানের গলির বাসিন্দা সুমাইয়া আক্তার মিম (২০) নামে এক গৃহবধূ গত ১২ আগস্ট নিখোঁজ হয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে মিম বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবার ও আত্মীয়-স্বজন মিলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ মিমের একটি ৫ বছরের শিশু সন্তান রয়েছে, যে মায়ের অনুপস্থিতিতে দারুণ কষ্টে দিন পার করছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি মিমকে কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, তবে ০১৭৮৬-১৯৫৬৫৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।